কানাইঘাট (সিলেট) প্রতিনিধিঃ
কানাইঘাটে সুরমা নদীতে মাছ ধরতে গিয়ে সৌদি প্রবাসী হাবিবুর রহমানের করুন মৃত্যু হয়েছে। ২ অক্টোবর (বুধবার) সকাল ১১টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, কানাইঘাট ৮নং ঝিঙ্গাবাড়ী ইউপির দর্জিমাটি গ্রামের আব্দুল হান্নানের পুত্র সৌদি আরব প্রবাসী হাবিবুর রহমান (৩৫) বুধবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে সুরমা নদীতে নৌকা নিয়ে মাছ ধরার ফাঁদ রোঙ্গা তুলতে যান। এ সময় পানিতে ডুব দিয়ে রোঙ্গা তুলতে গেলে প্রবাসী হাবিবুর রহমানের পায়ে রোঙ্গার রশি প্যাঁচিয়ে যাওয়ায় শাসরোদ্ধ হয়ে মারা যান তিনি। পরে আশপাশ থেকে লোকজন ছুটে এসে পায়ে মাছ ধরার রোঙ্গার রশি প্যাঁচানো অবস্থায় হাবিবুর রহমানের লাশ উদ্ধার করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে সৌদিতে ছিলেন। সেখান থেকে ছুটি নিয়ে ২ মাস পূর্বে বাড়িতে আসেন। ব্যক্তিগত ভাবে তিনি দুই কন্যা সন্তানের জনক। এদিকে প্রবাসী হাবিবুর রহমানের মর্মান্তিক মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ তার বাড়িতে ভিড় জমান। হাবিবের দুই সন্তান ও পরিবারের সদস্যরা তার লাশ জড়িয়ে গগণবিদারী কান্নায় ভেঙ্গ পড়েন। এ সময় অনেকে তাদের চোখের পানি ধরে রাখতে পারেননি।