»এক্সক্লুসিভ»মৌলভীবাজার জেলায় শারদীয় দূর্গাপূজায় পুলিশের ব্যাপক প্রস্তুতি
মৌলভীবাজার জেলায় শারদীয় দূর্গাপূজায় পুলিশের ব্যাপক প্রস্তুতি
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
সাইফুল ইসলাম
.
মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) বলেছেন, সনাতনী হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য পুলিশের ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।পূজার শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত মৌলভীবাজার জেলায় এ উৎসব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেজন্য পুলিশ পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। জেলার ৯৯৫টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা শুরু হবে। আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে। পূজায় আইনশৃঙ্খলা রক্ষায় এক হাজার পুলিশ সদস্য ও পাঁচ হাজার আনসার সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবে। পোশাকদারী পুলিশের পাশাপাশি থাকবে সাদা পোশাকে পুলিশও। পূজামন্ডপগুলোতে থাকছে সিসি ক্যামেরা।
২অক্টোবর(বুধবার) বিকাল থেকে রাত পর্যন্ত জেলার ৫টি উপজেলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে এতথ্য জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ (অপরাধ ও প্রশাসন) পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ আনোরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো.রাশেদুল ইসলাম (পিপিএম),অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা, সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামানসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা।
তবে মৌলভীবাজার জেলায় সার্বজনীন ও ব্যক্তিগত ১ হাজার ১৪ টি ছোট বড় পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।