হাবিবুর রহমান স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু, পরীক্ষা ১৮ অক্টোবর

সিলেট প্রতিনিধিঃ
হাবিবুর রহমান ওয়েল ফেয়ার ট্রাস্ট, নন্দীর গাঁও, গোয়াইনঘাট, সিলেট কর্তৃক আয়োজিত হাবিবুর রহমান স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু হয়েছে। ইতিমধ্যে আবেদনকৃত শিক্ষার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠান প্রধানের কাছে দেয়া শুরু হয়েছে। শিক্ষার্থীদেরকে নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহের অনুরোধ জানিয়েছেন বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক মাস্টার বদরুল ইসলাম।
এছাড়াও যে কোন প্রয়োজনে সার্বক্ষণিক ০১৭২৩২৬০৩৫৫ নাম্বারে যোগাযোগ করা যাবে‌।
উল্লেখ্য, হাবিবুর রহমান স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা আগামী ১৮ অক্টোবর শুক্রবার সকাল ৯:৩০ টায় স্থানীয় নন্দীর গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
এদিকে অনুষ্ঠিতব্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মঙ্গল কামনা সহ বৃত্তি পরীক্ষা সফল করতে এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন ট্রাস্টের সভাপতি লন্ডন প্রবাসী ক্বারী মোহাম্মদ মোজাম্মেল আলী ও সাধারণ সম্পাদক ছাত্র নেতা বদরুল ইসলাম বদর।
শেয়ার করুন