ফরিদ উদ্দিন, ফেঞ্চুগঞ্জঃ
চার বছর আগে দুই ইঞ্জিনচালিত ভ্যানের চাপায় ডান পা থেঁতলে যায় আয়েশা খাতুনের। চিকিৎসার পর ডান পায়ের হাঁটুর নিচ থেকে কেটে ফেলেন চিকিৎসকরা। এরপর থেকেই ক্রাচ দিয়ে চলাফেরা করতে শুরু করে মেয়েটি। চিকিৎসকরা একটি কৃত্রিম পা লাগানোর পরামর্শ দেন। তবে অভাব-অনটনের কারণে একটি কৃত্রিম পা লাগানোর টাকা জোগাড় করতে পারেননি আয়েশার বাবা।
সাতক্ষীরার তালা সদরের আগোলঝাড়া গ্রামের বাসিন্দা আয়েশা খাতুন। বর্তমানে আগোলঝাড়া দাখিল মাদরাসায় অষ্টম শ্রেণিতে লেখাপড়া করছে সে। তার বাবা ওমর আলী শেখ দিনমজুর। একটি ধানের চাতালে কাজ করেন।
উপরাংশ একটি সংবাদের অংশ। আয়েশার খবরটি ক’দিন আগে ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। সেই খবরটি চোখে পড়ে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান প্রবাসী সায়েদুল খালেদের। হয়ে যায় আশেয়ার চিকিৎসা ব্যবস্থা। সায়েদুল খালেদ বিশ্বখ্যাত দাতব্য সংস্থা সি.আর.পি’র কোষাধ্যক্ষ।
সায়েদুল খালেদ জানান, জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য ওবায়েদুল হক খান বিষয়টি আমার নজরে আনেন। তারপর তিনি আমাকে মেয়েটির বাবার নাম্বার দিলে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে নিশ্চিত হই বিষয়টি নিশ্চিত হই।
তার পরই আমি সি.আর.পি’র সিইও-কে ইমেইল করে মেয়েটির চিকিৎসার ব্যবস্থা করার জন্য অনুরোধ করলে তারা অনুরোধ গ্রহণ করেন। সিআরপির প্রতিষ্ঠাতা বৃটিশ নাগরিক মহিয়ষী নারী ভিলারী টেইলর ১৯৬৯ সাল হতে কাজ শুরু করেন তবে সিআরপি অনুষ্ঠানিক প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭৯ সালে।
পেরালাইজড মানুষের সেবা, চিকিৎসা, প্রশিক্ষণ ও পুর্নবাসনই সি.আর.পির কাজ। তিনি আরো জানান বিগত ৫ বছর যাবত সিআরপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনটি বিষয়ে হেলথ প্রফেশনাল ডিগ্রি চালু করেছে।
সিআরপির মুল অনুদান সংস্থা হলো ভিলারী টেইলর ট্রাস্ট। এর ট্রাস্টি ও কোষাধ্যক্ষ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রবাসী ও সমাজকর্মী সায়েদুল খালেদ। তিনি জানান, মেয়েটির অর্ধ সাময়িক পরীক্ষার পর ঢাকায় এনে বিনামূল্যে যথাযত চিকিৎসা বা পা সংযোজন করে দেয়া হবে।
সূত্রঃ সিলেটভিউ২৪ডটকম