টরন্টোতে গোলাপগঞ্জ ফাউন্ডেশনের অভিষেক ১৩ই অক্টোবর

রুহুল চৌধুরী, টরন্টো, কানাডাঃ

বিগত কয়েক মাসের অক্লান্ত পরিশ্রমের পর নওয়াজ চৌধুরী সাজুকে সভাপতি এবং শাব্বির চৌধুরী লিটনকে সাধারন সম্পাদক করে গত ৮ সেপ্টেম্বর রবিবার মাহবুব চৌধুরী রণির সঞ্চালিত এক সাধারন সভায় ‘গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টো, অন্টারিও, কানাডা ২০১৯-২০২১’ এর কার্যকরি পরিষদের সদস্যবৃন্দের নাম ঘোষনা করেন সভার সভাপতি মিছবাহুল কাদির ফাহিম। আর এরই মাধ্যমে টরন্টোতে প্রথমবারের মতো সংগঠনটির যাত্রা শুরু হয়।

আগামী ১৩ অক্টোবর (রবিবার) সন্ধ্যা ৭টায় টরন্টোর বাংলা টাউনের ৯ ডজ রোডে অনুষ্ঠিত হতে যাচ্ছে নবগঠিত এই সংগঠনটির অভিষেক অনুষ্ঠান। এই অভিষেক অনুষ্ঠানকে প্রাণবন্ত করে রাখতে আয়োজন করা কয়েছে বর্ণাঢ্য এক সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজের। সাংস্কৃতিক সন্ধ্যার বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরী। তাছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টরন্টো ইউনিভার্সিটির প্রফেসর ড. তানভির কোরেশী এবং এমপিপি ডলি বেগম।

সংগঠনের পক্ষে মিছবাহুল কাদির ফাহিম, মঈন চৌধুরী, আনই মিয়া, লায়েক চৌধুরী, আব্দুর রহমান, নওয়াজ চৌধুরী সাজু, রেহান উদ্দিন, রিফাত চৌধুরী, কামরুল হাসাল শাহান, হেলাল উদ্দিন, শাব্বির চৌধুরী লিটন, মাহবুব চৌধুরী রণি এবং ছাদ চৌধুরী সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন জানিয়েছেন।

বিস্তারিত তথ্যের জন্য ৬৪৭ ৭১৭ ৭৬০৬, ৬৪৭ ৯৬৬ ৮৭৮৭, ৬৪৭ ৭৮১ ৮১৫৬, ৪১৬ ৬৯৯ ১৫০০ নাম্বারে যোগাযোগ করতে সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন