মৌলভীবাজারে ৪ হাজার ১২২ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার ৭৮০ টাকা উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি.
মৌলভীবাজারের রাজনগর উপজেলা ঘড়গাও থেকে চার হাজার ১২২ পিস ইয়াবাসহ আব্দুল আলী জিদ্দা (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো.রাশেদুল ইসলাম পিপিএম এতথ্য নিশ্চিত করেন।

বুধবার (২ অক্টোবর) দিবাগত রাতে রাজনগর উপজেলার ঘড়গাও গ্রামের নিজ বসত বাড়ি থেকে তাকে আটক করা হয়। আব্দুল আলী জিদ্দা ওই গ্রামের আশ্বব মিয়ার ছেলে।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো.রাশেদুল ইসলাম পিপিএম  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানার ওসি আবুল হাসেম ও সর্ঙ্গীয় ফোর্স নিয়ে জিদ্দাকে নিজ বসত ঘর হইতে আটক করা হয়। তার কাছ থেকে জব্দ করা চার হাজার ১২২ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার ৭৮০ টাকা। আটক জিদ্দার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজনগর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। সে দীর্ঘদিন জেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল।’

 

 

শেয়ার করুন