আল্লামা শুয়াইবুর রহমান (বালাউটি ছাহেব) এর ইন্তেকাল; ৪ অক্টোবর জানাযা

জকিগঞ্জ প্রতিনিধিঃ প্রখ্যাত আলেমেদ্বীন, শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (রহ) এর অন্যতম খলিফা, জালালপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন।

শ্বাসকষ্টজনিত কারনে ২৮ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যায় সিলেটের মাউন্ট এডোরা হসপিটালে তাকে ভর্তি করা হলে ৩ অক্টোবর (বৃহস্পতিবার)  বাংলাদেশ সময় বিকেল ৩.৫১ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৮ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য ভক্ত-মুরিদান রেখে গেছেন।

মরহুমের জানাযার নামাজ ৪ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টায় বালাউটি ছাহেব বাড়ি সংলগ্ন দক্ষিণ মাঠে অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুতে পুরো সিলেট জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

বর্ণাঢ্যময় কর্মজীবনে তিনি ১৯৬২ থেকে ১৯৭৫ পর্যন্ত বাদেদেওরাইল ফুলতলী দাখিল মাদ্রাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করেন৷ অতপর, আটগ্রাম আমজদিয়া দাখিল মাদ্রাসায় কিছুদিন সুপার হিসেবে দায়িত্ব পালন করে যোগ দেন জালালপুর আলিয়া মাদ্রাসায়। সেখানে দীর্ঘদিন অধ্যক্ষের দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্টার পাশাপাশি, ইসলামের আলোকে সমাজ বিনির্মানে তিনি রেখে গেছেন ব্যাপক ভূমিকা। সিলেট বিভাগ জুড়ে বালাউটি ছাব নামেই তিনি খ্যাত ছিলেন। তাঁর মৃত্যুতে জকিগঞ্জ হারালো একজন আলোকিত মানুষ।

শেয়ার করুন