২০ অক্টোবর বাংলাদেশ এসোসিয়েশন অব টরন্টোর

জালালাবাদ বার্তা, টরন্টো, কানাডাঃ

২০ অক্টোবর (রবিবার) টরন্টোর স্কারবরোস্থ কেনেডি কনভেনশন সেন্টারে (১১৯৯ কেনেডি রোড) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ এসোসিয়েশন অব টরন্টোর নবনির্বাচিত কার্যকরী পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান।

সন্ধ্যা ৬:৩০ মিনিটের সময় অনুষ্ঠিতব্য এই বর্ণাঢ্য আয়োজনকে আনন্দময় করে তুলার জন্য বাংলাদেশ থেকে টরন্টোতে আসছেন বর্তমান প্রজন্মের অতি পরিচিত বিনোদন রাণী নামে খ্যাত সঙ্গীত শিল্পী সুমি মির্জা, রাইজিং স্টার নোবেল এবং টরন্টোর অন্যান্য গুণী শিল্পীবৃন্দ। নৃত্যকলা কেন্দ্র এবং সুকন্যা নৃত্যাঙ্গনের নৃত্য পরিবেশনা ছাড়াও থাকবে নাটক, কৌতুক সহ বিনোদনের অনেক উপকরন।

টরন্টোর সু-পরিচিত উপস্থাপিকা ফারহানা আহমেদ এবং রিয়েলেটর, CBN সম্পাদক মাহবুব ওসমানী তাদের সাবলীল উপস্থাপনায় মাতিয়ে তুলবেন কনভেনশন সেন্টার। বাংলাদেশ এসোসিয়েশন অব টরন্টোর এই জমজমাট অভিষেক অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রন জানানো হয়েছে।

শেয়ার করুন