নিজস্ব প্রতিবেদক :: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠী আজ শুক্রবার (৪ অক্টোবর) বিকাল থেকে শুরু হবে। ষষ্ঠী দিবা ঘ: ২/৫৪/৪২ পর্যন্ত। পুর্বাহ্ন ঘ: ৮/২৩/২১ মধ্যে। দূর্গাদেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ এবং ষষ্ঠীবিহিত পূজা। রাতে সায়াংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস শুরু হবে।
কাঁসর ও শঙ্খের শব্দ শিহরণের মধ্যে দিয়ে আজ থেকে শুরু হলো পাঁচ দিনব্যাপি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গোপূজা।
দুর্গাষষ্ঠীর মধ্য দিয়েই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সারাদেশে এখন বইছে উৎসবের আমেজ। দুর্গতিনাশিনী দেবী দুর্গার আগমনে উচ্ছ¡সিত ভক্তকুল। দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করবেন ভক্তরা।
শনিবার (৫ অক্টোবর) সপ্তমী পূজা ঘ: ২/৩৭/১০ পর্যন্ত, পুর্বাহ্ন ঘ: ৯/১২/১১ মধ্যে। সকাল ১০টায় বিভিন্ন মন্ডপে অঞ্জলী প্রদান করা হবে। শ্রী শ্রী দূর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা। সন্ধ্যায় বিভিন্ন পূজামন্ডপে ভক্তিমূলক গান, রামায়ণ পালা, আরতিসহ নানা অনুষ্ঠান হবে।
রবিবার (৬ অক্টোবর) অষ্টমী ঘ: ২/৫০/০৪ পর্যন্ত, পুর্বাহ্ন ঘ: ৯/৫৭/৩৫ মধ্যে। সকালে অঞ্জলী প্রদান করা হবে। দূর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা প্রশস্তা। এদিন মন্দিরে মন্দিরে মন্ত্র উচ্চারণ আর প্রার্থনার মধ্য দিয়ে বিশ্বের অশুভকে তাড়িয়ে শুভ কামনা করা হবে।
সোমবার (৭ অক্টোবর) নবমী ঘ: ৩/৩৪/৫৭ পর্যন্ত, পুর্বাহ্ন ঘ: ৯/৫৭/৩১ মধ্যে। সকালে অঞ্জলী প্রদান করা হবে। দূর্গাদেবীর মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্তা। দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করবেন ভক্তরা। সন্ধ্যায় বিভিন্ন পূজামন্ডপে ভক্তিমূলক গান, ধর্মীয় গান, বৈদিক নৃত্য, রামায়ণ পালা, আরতিসহ নানা অনুষ্ঠান হবে।
মঙ্গলবার (৮ অক্টোবর) দশমী অপরাহ্ন ঘ: ৪/৪৯/১৫ পর্যন্ত, পুর্বাহ্ন ঘ: ৯/৫৭/২৭ মধ্যে। শারদীয়া দূর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা। সেদিন মন্ডপে থাকবে বিষাদের সুর। কারণ, বিজয়া দশমীর দিনে বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দুর্গা। পেছনে ফেলে যাবেন ভক্তদের পাঁচ দিনের আনন্দ-উল্লাস আর বিজয়ার অশ্রু।
সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদর সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত জানান, এবার সিলেটে ৬০৮টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। সিলেট নগরীতে এবার ৬৬টি মন্ডপে পূজা উদযাপন করা করা হবে। তন্মধ্যে ৫১টি মন্ডপ সর্বজনীন, ১৫টি পারিবারিক।
সিলেট জেলার ১৩টি উপজেলায় মন্ডপে আছে ৫৪২টি। তন্মধ্যে সর্বজনীন ৫০৩টি, পারিবারিক ৩৯টি। গেল বছর সিলেটে ৫৯৮টি মন্ডপে পূজা উদযাপন করা হয়। এ হিসেবে এবার মন্ডপে বেড়েছে ১০টি।
এদিকে, পূজাকে ঘিরে সিলেটজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, পূজা উৎসবকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, পূজা উৎসবে পুলিশ সতর্ক অবস্থায় থাকবে।
সূত্র-সিলেটভিউ২৪ডটকম