আট দিন নিখোঁজের পর লাখাইছড়া চা বাগান থেকে চা শ্রমিকের মৃতদেহ উদ্ধার

  • মৌলভীবাজার প্রতিনিধি.
    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়া চা বাগানে গৌরাঙ্গ বোনার্জি (৫০) এক চা শ্রমিক ৮ দিন ধরে নিখোঁজের পর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
    শুক্রবার (৪ অক্টোবর) সকালের দিকে উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে ভেতরে পাহাড়ি ছড়া পাশে চা গাছের সাথে ঝুলন্তবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত চা শ্রমিক গৌরাঙ্গ বোনার্জি ওই চা বাগানেরই বাসিন্দা। মৃতদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
    নিহতের পারিবার জানায়, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে নিহত গৌরাঙ্গ বোনার্জি নিখোঁজ ছিল। পরিবারের লোকজনরা ভেবেছিলেন সে কোথাও বেড়াতে গেছে। তাই তারা থানায় কোন সাধারণ ডায়েরী বা লিখিত অভিযোগ করেনি।
    শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.সোহেল রানা জানান,‘বাগানে চা শ্রমিকরা চা বাগানের ভেতরে কাজ করতে গিয়ে চা গাছে সাথে ঝুলন্তবস্থায় মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ৮ দিনে মৃতদেহটি কঙ্কাল হয়ে গেছে। সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা। ময়নাতদন্তের পর নিহত ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে তিনি জানান।
শেয়ার করুন