গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
মাসব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই (নিসচা) গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) বিকেলে নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ বিন রিয়াছতের সভাপতিত্বে গোলাপগঞ্জ চৌমুহনীতে পথচারী ও বিভিন্ন যানবাহন চালকদের হাতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণে ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন (নিসচা) উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি গোলাম মোস্তফা মোসা, শাফায়ৎ জামিল চৌধুরী, কামাল আহমদ, সাধারণ সম্পাদক সুলতান আহমদ, খন্দকার বদরুল আলম, সাংগঠনিক সম্পাদক মনসুর হোসেন মুন্না, প্রচার সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, অর্থ সম্পাদক দেলওয়ার হোসেন মাহমুদ, দপ্তর সম্পাদক সুমন আলী, সদস্য রুবেল আহমদ, শামিম আহমদ, অলিউর রহমান, তামিম আহমদ প্রমুখ।
আলোচনা সভায় মাসব্যাপী পরবর্তী কর্মসূচী ৬ অক্টোবর সিলেট জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ দাড়িপাতনের পয়েন্টে ভাঙা ডিভাইডার চিহিৃত করা। আগামী ১৬ অক্টোবর শিক্ষার্থীদের মাঝে সচেতনতামুলক আলোচনা এবং আগামী ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস উপলক্ষে গোলাপগঞ্জ পৌর অডিটোরিয়ামে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।