বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার সিনিয়র কামিল মাদ্রাসার শিক্ষার্থী আফরোজা বেগম ফাজিল (স্নাতক) শ্রেণীর বৃতি পরীক্ষার প্রকাশিত ফলাফলে মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) পেয়েছে।
বিয়ানীবাজার সিনিয়র কামিল মাদ্রাসা থেকে একমাত্র আফরোজাই মেধাবৃত্তি পেয়েছে। এর আগে সে ইটাউরি মহিলা আলিম মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছিল।
আফরোজা বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের ইটাউরি গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ ও গৃহিনী মোছাম্মৎ নুরুন নাহারের মেয়ে।
আফরোজা কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বিয়ানীবাজার কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল্লাহিল বাকী চৌধুরী ও উপাধ্যক্ষ মাওঃ আবুল হাশেম ও ইটাউরি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল আহাদ খাঁন সহ সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাওঃ আব্দুল মজিদ ও গৃহিনী মোছাঃ নুরুন নাহার।
আফরোজা বেগম তার সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেছে। সে সকলের কাছে দোয়া প্রার্থী।