নিপুন জাকারিয়া, জামালপুরঃ
ধর্ম যার যার, উৎসব সবার, এই প্রতিপাদ্য সামনে রেখে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, সর্বজনীন শারদীয় দুর্গোৎসব জামালপুরে নানা অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হচ্ছে।
সর্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারো আর্থিক অনুদান প্রধান করেছেন মৎস ও প্রানী সম্পদ মন্ত্রানালয়ের কার্যনির্বাহী কমিটির সদস্য, জামালপুর সদর আসনের সংসদ সদস্যর আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি। তিনি জামালপুরের ৬০ টি পূজা মন্ডপে ৮ লাখ ৪০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
জানা যায়, জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন ব্যবসায়িক কাজে দেশের বাইরে রয়েছেন। তিনি দেশের বাইরে থাকায় তার পক্ষে ৭ অক্টোবর শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক, জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য, মাহফুজুর রহমান ওই অনুদান প্রদান করেন। তিনি জামালপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার সোম রানু, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অনিল কুমার গৌড় এবং সাধারণ সম্পাদক উত্তম কুমার দেবনাথের কাছে ওই আর্থিক অনুদানের টাকা হস্তান্তর করেন। এ সময় জামালপুর সদর উপজেলা ও পৌরসভার প্রতিটি পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা যায়।