জালালাবাদ বার্তাঃ
৩০ সেপ্টেম্বর (সোমবার) টরন্টোর স্কারবরোস্থ এপিক স্পোর্টস এ বাংলাদেশী কানাডীয়ান স্পোর্স ক্লাব (বিসিএসসি) এর উদ্যোগে আয়োজিত হয় আন্তঃক্লাব (পুরুষ) দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০১৯। ক্লাবের সদস্যদের মধ্যে সর্বমোট ১৯টি দল এই খেলায় অংশগ্রহন করেন। প্রতিযোগিতা শেষ হয় গত ৭ অক্টোবর (সোমবার) ২য় দিনের সমাপনী খেলা, পুরস্কার বিতরনী এবং নৈশভোজের মাধ্যমে।
প্রতিযোগিদের মধ্যে চ্যাম্পিয়ন হন মাঈনুল ও সাব্বির, রানার্সআপ মুরাদ ও মিলাদ, ২য় রানার্সআপ তুহিন ও সাজ্জাদ এবং ৩য় রানার্সআপ হন রাসেল ও তাজুল জুটি।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন ক্লাবের সকল পরিচালকবৃন্দ। রানার্সআপ দলের হতে ট্রফি তুলে দেন ক্লাবের পরিচালক এ.কে.এম. জহিরুল ইসলাম, শামিম চৌধুরী ও তাজ উদ্দিন। রিয়েলেটর এবাদ চৌধুরী এবং বিল্ডার শামিম চৌধুরী ট্রফি তুলে দেন ২য় রানার্সআপ বিজয়ীদের মধ্যে এবং ৩য় রানার্সআপ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন রিয়েলেটর সাব্বির চৌধুরী ও সানলাইফ ইন্সুরেন্সের হুমায়ূন কবীর।
সর্বশেষে টরন্টোর ডেনফোর্থের বাংলাদেশী মালিকানাধীন নতুন রেস্টুরেন্ট আল-মানি গ্রিল এন্ড বিরিয়ানীতে নৈশভোজের মাধ্যমে সমাপ্ত হয় উক্ত প্রতিযোগিতার।