কমলগঞ্জে বাংলাদেশ মুণিপুরী আদিবাসী ফোরামের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্টিত

ছয়ফুল আলম সাইফুলঃ মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরামের উদ্যোগে ২০১৭-১৮ সালের পিইসি, জেএসসি ও জেডিসি এবং ২০১৯-১৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। বুধবার ০৯ অক্টোবর সকাল সাড়ে ১০টায় উপজেলার দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয়েছে।

বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরামের সহ সভাপতি মো: আব্দুল মজিদের সভাপতিত্বে ও শিক্ষক সুশীল কুমার সিংহের পরিচালনায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা: মোর্শেদ আহমেদ চৌধুরী। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর বোর্ড অব গভর্নর্স এর গভর্নর মিছবাহুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড: আব্দুল আউয়াল বিশ্বাস, সিলেট রেঞ্জে অতিরিক্ত ডিআইজি জয় দেব কুমার ভদ্র, ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশন এর সভাপতি ড. এ কে আব্দুল মুবিন, সিলেট লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক, ঢাকাস্থ মৌলভীবাজার সমিতির সভাপতি ড. সৈয়দ মোস্তাক আহমেদ, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিঞা, পুলিশ হেড কোয়াটার ঢাকা এর সহকারি পুলিশ সুপার লিপি রানী সিনহা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, বাংলাদেশ মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, শমশেরনগর আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিত সিংহ। শিক্ষার্থীদের পক্ষে থেকে বক্তব্য রাখেন বি এ এফ শাহীন কলেজের নবম শ্রেনীর ছাত্র মোঃ শাহরিয়ার ইসলাম।

শেয়ার করুন