কানাইঘাটে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

কানাইঘাট (সিলেট) প্রতিনিধিঃ

কানাইঘাট উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও এফআইভিডিবি সূচনা প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খানের সভাপতিত্বে ও সূচনা প্রকল্পের জিসিডিও এনামুল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ শাকির, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জেমস লিও ফারগুশন নানকা, মামুন রশিদ, মাসুদ আহমদ, ডাঃ ফয়াজ উদ্দিন, আলী হোসেন কাজল, মাওঃ আবুল হোসেন, আব্বাস উদ্দিন, ফখরুল ইসলাম, সূচনা প্রকল্পের নিউট্রেশন অফিসার এ কে শামীম আহমদ সহ উপজেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা বৃন্দ। সভায় বিগত সভার রেজুলেশন পর্যালোচনা, কোয়ার্টারে পুষ্টি বিষয়ক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন সহ মুক্ত আলোচনা করা হয়।

শেয়ার করুন