শ্রীমঙ্গলে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • মৌলভীবাজার প্রতিনিধি.
    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুকুরের পানিতে ডুবে মো. তানভীর মিয়া (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
    রবিবার সকাল সোয়া ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলার পশ্চিমভাড়াউড়া(বালুচর) গ্রামের নিজ বাড়ির পুকুরে পানিতে ডুবে তার মৃত্যু হয়। তানভীর ওই গ্রামের সাজু মিয়ার ছেলে।
    জানা গেছে, আজ রবিবার সকালের দিকে তানভীরের মা-বাবা বসত ঘরে ভেতরে ছিলেন। সেখানে বাবা-মায়ের অজান্তে শিশু তানভীর খেলাচ্ছলে বসতঘরের পেছনে পুকুরে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পরে শিশুকে আত্মীয়-স্বজনরা পুকুরের পানি থেকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.নিশিত কান্তি চক্রবর্তী এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শিশুকে মৃতবস্থায় হাসপাতালে নিয়ে এসেছেন। সে অনেক আগেই মারা গেছে।’
শেয়ার করুন