গোলাপগঞ্জে ড্রাইভারদের রেশারেশিতে বাস খাদে: মহিলাসহ আহত ৫

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জে দুই বাসের (ড্রাইভার) রেশারেশিতে একটি বাস খাদে পড়ে মহিলাসহ ৫ জন আহত হয়েছেন।

ঘটনাটি সরকারী এমসি একাডেমী স্কুল এন্ড কলেজের সামনে রোববার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় ঘটে। তাৎক্ষণিক আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছেন।

জানা যায়, সিলেটের উদ্দেশ্যে ভাদেশ্বর মীরগঞ্জ থেকে ছেড়ে আসা মিনি বাস (সিলেট-ঝ-১১-০২২২) গোলাপগঞ্জ এমসি একাডেমী কলেজের সামনে যাওয়া মাত্র জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী অপর একটি বাসের সাথে রেশারেশি শুরু হয়। এসময় জকিগঞ্জ থেকে ছেড়ে আসা বাসকে ওভারটেক করতে না পেরে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

পরে স্থানীয়রা এগিয়ে আসলে যাত্রীদের উদ্ধার করা হয়। এরমধ্যে একজন মহিলাসহ কমপক্ষে ৫/৬ জন যাত্রী আহত হন। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। যাত্রীরা বাসচালকের বেপরোয়া নীতিকে দায়ী করছেন।

খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন