সিলেটের কানাইঘাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

কানাইঘাট প্রতিনিধিঃ

“নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সমপদের ঝুঁকি হ্রাস করি” এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে সারা দেশের ন্যায় কানাইঘাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০১৯ পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে গতকাল রবিবার সকাল ১০টায় পৌর শহরের উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কানাইঘাটের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী উপজেলা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয় এবং উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কানাইঘাটে সরকারী অর্থায়নে ১৩টি দূর্যোগ সহনীয় ঘর, ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আলোচনা সভায় দূর্যোগ প্রশমন দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, নবাগত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল হক, বিদায়ী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্ত, ইউপি চেয়ারম্যান ডাক্তার ফয়েজ আহমদ, আওয়ামীলীগ নেতা রিংকু চক্রবর্তী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, সহ সম্পাদক আব্দুন নূর প্রমুখ।

শেয়ার করুন