সুনামগঞ্জে শিশুর ‘লিঙ্গ ও কান কেটে’ ছুরিকাঘাতে হত্যা

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দিরাইয়ে ৫ বছরের শিশু তুহিনকে নৃশংসভাবে খুন করেছে দুর্বৃত্তরা। হত্যাকারীরা শিশুর কান ও লিঙ্গ কেটে নিয়েছে। হত্যার পর লাশটি গাছের সাথে রশি দিয়ে বেঁধে রেখেছে। তাকে হত্যায় ব্যবহৃত দুটি ছুরি তার পেটের আটকে দিয়েছে।

১৪ অক্টোবর (সোমবার) ভোরে শিশুটিকে হত্যা করা হয়। তুহিন দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউরা গ্রামের আব্দুল বাছিরের ছেলে।

পুলিশ জানায়, সোমবার ভোরে ঘুম থেকে তুলে সবার অগোচরে শিশুটিকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। পরিবারের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয়দের।দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

শেয়ার করুন