মোজাম্মেল আলী, কার্ডিফ, যুক্তরাজ্য::
আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের বার্ষিক কনফারেন্স ১৩ ই অক্টোবর ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত হয়। বৃটেনের কার্ডিফ, নিউপোর্ট, সোয়ানসি সহ বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে অনাড়ম্বর মহতী মাহফিলে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বয়ান পেশ করেন লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের চেয়ারম্যান, ব্রিটিশ মুসলিম স্কুলের প্রিন্সিপাল, আনজুমানে আল ইসলাহ ইউকে জয়েন্ট সেক্রেটারি হযরত মাওলানা কাদির আল হাসান।
ক্বারী শাহ তসলিমের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই জনাকীর্ণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউকের এডুকেশন এন্ড ট্রেনিং সেক্রেটারি, দারুল হাদিস লতিফিয়া নর্থ ওয়েস্টের এর প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী।
আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে এবং প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি ক্বারী মোহাম্মদ মোজাম্মেল আলীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের সাবেক সেক্রেটারি কাউন্সিলর দিলওয়ার আলী, কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সেক্রেটারি কমিউনিটি লিডার সাংবাদিক মকিস মনসুর, ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ আনোয়ার সহ প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাজী ফয়জুর রহমান, জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির, ভাইস প্রেসিডেন্ট আনোয়ার আলী, আব্দুল হান্নান, শেখ আনোয়ার, বাংলাদেশ এসোসিয়েশন সভাপতি হাজী কাপ্তান মিয়া ও সেক্রেটারি হারুন তালুকদার, জালালিয়া মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব লিলু মিয়া, ক্বারী নুরুল ইসলাম, জহির আলী, জিলু মিয়া, ওজিহুর রহমান মিজান সহ প্রমুখ।