আমুড়া ইউপির সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচনে বিজয়ী আছমা

নোমান মাহফুজঃ
গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়ন পরিষদের  ৪, ৫, ৬ নং ওয়ার্ডের  সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে বই প্রতীকে বিজয়ী হয়েছেন আছমা বেগম। তিনি পেয়েছেন ৬৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেলিকপ্টার প্রতীকে রাজিয়া সুলতানা পেয়েছেন ৬১১ ভোট। অপর প্রার্থী মাইক প্রতীকে শুকরিয়া বেগম চৌধুরী পেয়েছেন ১৭৭ ভোট।
সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান।
উপ-নির্বাচন উপলক্ষে ইউপির ৩টি ওয়ার্ডের ৪টি কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই কেন্দ্রে উপস্থিত উপস্থিত ছিলেন পুলিশ ও আনসার দলের সদস্যরা।
সংরক্ষিত আসনের ৪টি কেন্দ্রে ভোটার প্রায় সাড়ে ৫ হাজার ৩শ ৩৫ জন। ভোটার কেন্দ্রের মধ্যে ধারাবহর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কদমরসুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আমনিয়া-২ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ডামপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহন করা হয়।
বিগত ৩১ মে রাত ১১টায় নির্বাচিত ইউপি সদস্যরা মীর রোকেয়া বেগম জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর নির্বাচন কমিশন ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন ঘোষণা করে।
শেয়ার করুন