ঢাকাদক্ষিন ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিন ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (১৪ অক্টোবর) বিকালে ঢাকাদক্ষিণ ডাক-বাংলোয় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল বশর মোহাম্মদ সদরুল উলা চৌধরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন আহমদের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রহমান।

সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল মজিদ রোশন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রুহেল, দেলোয়ার হোসেন চুন্নু, সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি জামিল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান কামরুল, আব্দুল হান্নান, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সেলিম আহমদ, সাবেক ছাত্রনেতা ফরহাদ মুহাম্মদ রুবেন, আওয়ামীলীগ নেতা আব্দুস শহীদ খান জিলা, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুর আহমদ নুনু, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ, নগর ওয়ার্ডের সভাপতি ফয়েজ আহমদ, ফজলুল হকসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং দেশ ও জাতির উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন