বড়লেখায় বাণিজ্য মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ীদের স্মারকলিপি ও মতবিনিময়

মোঃ ইবাদুর রহমান জাকিরঃ

মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরশহরের রেলওয়ে যুবসংঘ মাঠে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প বাণিজ্য মেলা আয়োজনের প্রতিবাদ ও মেলা বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বড়লেখা হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা। ১৪ অক্টোবর (সোমবার) বেলা ১২ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ ও পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরীর নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদান কালে পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরীর ব্যবসায়ীদের সাথে এ বিষয়ে মতবিনিময় করেন। এসময় ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন থেকে বড়লেখা পৌর শহরে ব্যবসায় মন্দাভাব চলছে। অধিকাংশ ব্যবসায়ী ব্যাংক ও বিভিন্ন এনজিও সংস্থা থেকে লোণ নিয়ে লোকসানের মধ্যে রয়েছেন। এরকম পরিস্থিতিতে বাণিজ্য মেলা চালু হলে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে জানিয়ে মেলা বন্ধের দাবি জানিয়ে বলেন, মেলা হলে ক্রেতাগণ বাজার খালি করে মেলার দিকে ঝুঁকে পড়েন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার বণিক সমিতির সহসভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদ উদ্দিন, ব্যবসায়ী আবুল হোসেন, হারুনুর রশিদ বাদশা, আব্দুল লতিফ, হাজী সেলিম আহমদ, সবুজ আহমদ, মীর শামিমুর রহমান, জুমন আহমদ, মিহবা উদ্দিন, রুয়েল আহমেদ, আবুল হোসেন, তাজুল ইসলাম, জবরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান প্রমুখ।

শেয়ার করুন