বদরুল মনসুরঃ
মৌলভীবাজার কলেজ ষ্টেডিয়ামে ৬নং একাটুনা ইউনিয়ন ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন সবুজ দল বনাম শাবন্দর যুব সংস্থা ক্লাব এর মধ্যকার দুলাল স্মৃতি সি পি এম এ ম্যাচ গত ১৩ অক্টোবর অনুষ্টিত হয়।
উক্ত খেলায় ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন অব ৬নং একাটুনা ইউনিয়ন সবুজ দল ৭ উইকেটে জয়লাভ করে। এদিকে গত ১২ অক্টোবর মৌলভীবাজার কলেজ ষ্টেডিয়ামে ৬নং একাটুনা ইউনিয়ন ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন (লাল) বনাম ইয়ং টাইগার্স ক্রিকেট ক্লাব এর মধ্যকার দুলাল স্মৃতি সি পি এম এর অনুষ্টিত প্রথম ম্যাচে ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন ৬নং একাটুনা ইউনিয়ন লাল ৯ উইকেটে জয়লাভ করে।
এদিকে ৬নং একাটুনা ইউনিয়ন ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশনের অন্যতম উপদেষ্টা ও একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রজেক্ট চেয়ারম্যান কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর সহ অন্যান্য নেতৃবৃন্দ এক অভিনন্দন বার্তা প্রেরন করেন। অভিনন্দন বার্তায় তারা সকল প্রবাসীদের পক্ষ থেকে ম্যান অফ দ্যা ম্যাচ লাল দলের ক্যাপ্টেন রুবেল আহমেদ ও ম্যান অফ দ্যা ম্যাচ সবুজ দলের মনা আহমেদ এবং ৬নং একাটুনা ইউনিয়ন ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশনের সভাপতি সিদ্দিকুর রহমান ও সেক্রেটারি আতাউর রহমান ফয়েজ সহ কমিটির সকল সদস্য ও খেলোয়াড়বৃন্দ এবং যারা মাঠে গিয়ে খেলা দেখা ও উৎসাহ প্রদান করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। তারা ৬নং একাটুনা ইউনিয়ন ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন সবুজ ও লাল দল ফাইনালে যাওয়ার আশাবাদ ব্যাক্ত করেছেন।