কানাইঘাটে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাটে মোটর সাইকেলের ধাক্কায় হবিবুর রহমান (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির লক্ষীপ্রসাদ কুকুবাড়ী গ্রামের জামে মসজিদ সংলগ্ন লোভা ডাইকে। নিহত হবিবুর রহমান লক্ষীপ্রসাদ কুকুবাড়ী গ্রামের মৃত ইউছুফ আলীর পুত্র।

জানা যায়, ১৫ অক্টোবর (মঙ্গলবার) রাত সাড়ে ৭টার দিকে হবিবুর রহমান বাড়ি থেকে স্থানীয় বুধবারী বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটর সাইকেল বৃদ্ধকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় হবিবুর রহমানকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান থানার এস.আই স্বপন চন্দ্র সরকার।

শেয়ার করুন