জালালাবাদ এসোসিয়েশন আমেরিকার নবনির্বাচিত সভাপতি ময়নুল হক চৌধুরীকে জালালাবাদ বার্তা’র পক্ষ থেকে অভিনন্দন

জালালাবাদ বার্তা ডেস্কঃ

“জালালাবাদ এসোসিয়েশন” শুধুমাত্র একটি আঞ্চলিক সংগঠনই নয়, একটি ব্র্যান্ড। যার অস্তিত্ব আজ ছড়িয়ে আছে বিশ্বের সর্বত্র। বৃহত্তর সিলেটবাসীদের এই সংগঠন ঢাকা থেকে শুরু হয়ে আজ এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, উত্তর-আমেরিকা, দক্ষিন-আমেরিকা সহ বিশ্বের দরবারে কেবল সিলেটকেই নয় উপস্থাপন করছে বাঙ্গালী জাতিকে, বাংলাদেশকে।

গত ৬ই সেপ্টেম্বর (শুক্রবার) নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশিদের সর্ববৃহৎ এই সংগঠনের সভাপতি পদে আমেরিকা প্রবাসীদের অতি পরিচিতি মুখ, বিশিষ্ট সংগঠক, প্রবাসের সকলের আপনজন ময়নুল হক চৌধুরী হেলাল বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজের প্যানেলের ১৯টি পদই বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছে। ময়নুল হক চৌধুরী হেলাল এর গ্রামের বাড়ী দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নে।

জনাব ময়নুল হক চৌধুরী জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র পর পর দু’বার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশ এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) এর সভাপতির দায়িত্ব পালন করছেন।

হেলাল একজন সমাজসেবক, ছাত্রনেতা এবং এম,সি কলেজ ছাত্রসংসদের নির্বাচিত বার্ষিকী সম্পাদক ছিলেন। তিনি দক্ষিণ সুরমার জালালপুর ডিগ্রি কলেজের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক ও ছিলেন। তাছাড়াও তিনি অসংখ্য সামাজিক ও সেবামুলক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

বিনাপ্রতিদ্বন্দিতায় জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র সভাপতি নির্বাচিত হওয়ায় জালালাবাদবার্তা.কম এর পক্ষ থেকে জনাব হেলাল চৌধুরীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

শেয়ার করুন