উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পরও কমলগঞ্জের শমশেরনগর বণিক কল্যাণ সমিতির ক্ষমতা হস্তান্তর

  • কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
    উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পরও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বণিক কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর শুক্রবার বণিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনে নানা অভিযোগ তুলে ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচন দেওয়ার জন্য এক সভাপতি প্রার্থী গত ৩ অক্টোবর কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করার পর সভাপতি প্রার্থী আইযুব আলীর উচ্চ আদালতে রীট আবেদনে নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর না করতে নির্দেশনা দিয়েছিলেন আদালত। গত ১৪ অক্টোবর রীট পিটিশন নং ১১০০৪ মূলে উচ্চ আদালতের সুপ্রীপ কোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক-আল জলিল-এর আদালত নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর না করতে নিষেধাজ্ঞা জারি করেন। এ বিষয়ে ব্যবস্থা গ্রহনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, মৌলভীবাজারের জেলা প্রশাসক, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নোটিশ প্রদান করা হয়েছিল।
    এদিকে গত বুধবার (১৬ অক্টোবর রাত সাড়ে ১১টায় শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আব্দুল মোহিত নির্বাচিত সভাপতি আব্দুল হান্নানের কাছে ক্ষমতা হস্তার করেছেন।
    রীট আবেদনকারী শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি প্রার্থী আইয়ুব আলী বলেন, তিনি নানা অভিযোগের তথ্য প্রমাণসহ সুবিচার প্রার্থনা করে গত ৩ অক্টোবর কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছিলেন। নির্বাহী কর্মকর্তার কাছ থেকে কোন তদন্ত না হওয়ায় বা ব্যবস্থা গ্রহন না করায় বাধ্য হয়ে তিনি উচ্চ আদালতে রীট পিটিশন করেছিলেন। তিনি আরও বলেন উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে ও তার নেতৃত্বে নির্বাচিত কমিটির সদস্যদের চাপের মুখে বাধ্য হয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আব্দুল মোহিত নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন। ক্ষমতা হস্তান্তর কালে চাতুরিপনা করে উচ্চ আদালতের নির্দেশনার তারিখের আগের তারিখ উল্লেখ করা হবে বলেও তিনি শুনেছেন।
    শমশেরনগর বণিক কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সাবেক ইউপি সদস্য আব্দুল মোহিতের বক্তব্য গ্রহনের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। তবে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রতন বর্মা বুধবার রাতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ক্ষমতা হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেছেন।
শেয়ার করুন