অজন্তা চৌধুরী, টরন্টো, কানাডাঃ
আগামী ২০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ এসোসিয়েশন অব টরন্টোর বর্ণাঢ্য অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ আলোকিত করতে বর্তমান প্রজন্মের জনপ্রিয় শিল্পী বিনোদিনী রাই সুমি মির্জা এখন টরোন্টোতে। সুমি মির্জা বাংলাদেশে ইতিমধ্যেই নিজের একটি অবস্থান করে নিয়েছেন বিনোদিনী রাই , যুবতী রাধে, কাঁদিবে পরান , পিরিতের বাঁশি ইত্যাদি গানগুলির মাধ্যমে। টরন্টো দর্শক শ্রোতাদের মন জয় করতে তিনি বেশ কিছু চমক রাখবেন তাঁর পরিবেশনায় এমনটাই জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানটি আয়োজিত হবে কেনেডি কনভেনশন সেন্টার, ১১৯৯ কেনেডি রোড, স্কারবোরোতে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ এসোসিয়েশন অব টরন্টো, অন্টারিওর নব নির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হবে।
পাশাপাশি আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ থেকে আগত বর্তমান প্রজন্মের জনপ্রিয় শিল্পী বিনোদিনী রাই সুমি মির্জা মঞ্চ মাতাবেন, সাথে ক্লোজ আপ তারকা নোবেল চৌধুরী এবং নৃত্য পরিবেশনায় থাকবে সুকন্যা নৃত্যাঙ্গন এবং নৃত্যকলা কেন্দ্রের এক ঝাঁক গুণী নৃত্য শিল্পী । এছাড়াও থাকছে বেশ কিছু আকর্ষণ যা অনুষ্ঠানটিকে ব্যাতিক্রমী করে তুলবে। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন কমিউনিটির দুই প্রিয় মুখ ফারহানা আহমেদ এবং মাহবুব ওসমানী।
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক আ.ন.ম ইউসুফ এবং সভাপতি জাকির খান।