অর্থের অভাবে গলায় অপারেশন হচ্ছে না শিশু সায়েমের

কানাইঘাট প্রতিনিধিঃ

অর্থের অভাবে গলায় অপারেশন হচ্ছে না কানাইঘাটের শিশু সায়েম আহমদের (৫)। সে কানাইঘাট পৌরসভার শিবনগর গ্রামের দরিদ্র অসুস্থ আবুল উল্লার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে সায়েম আহমদ গলার টনসিল বেড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে বিভিন্ন সময় চিকিৎসা নিলেও উন্নত চিকিৎসার করাতে না পারায় পুরোপুরি সেরে উঠতে পারছে না। ধীরে ধীরে টনসিল বড় আকার ধারন করায় খাবার খেতে পারছে না। শুধুমাত্র তরল খাবার খেয়ে বেঁচে আছেন। ডাক্তার বলেছেন, গলায় অপারেশন করাতে হবে। এতে অর্ধ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু অর্থের অভাবে দরিদ্র ও অসহায় পিতার পক্ষে পুত্রের চিকিৎসার ব্যায় ভার বহন করা সম্ভব হচ্ছে না।

এমতাবস্থায় সায়েমের উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তশালী, প্রবাসীদের আর্থিক সহযোগিতা কামনা করেছেন সায়েমের পরিবার। আর্থিক ভাবে সহযোগিতায় ০১৭৭২-৩৫৮২৫৭ নাম্বারে (সায়েমের মা) যোগাযোগ করুন অথবা বিকাশ করতে পারেন ০১৭১১-০২২৪৩৭ নাম্বারে।

শেয়ার করুন