তরুণী আত্মহত্যা

  • নিজস্ব প্রতিবেদক….
  • কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নে নিজ বসত ঘরের চালার সাথে গলায় ফাঁস দিয়ে বদরুন নেছা (১৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছে। সে শরীফপুর গ্রামের শুকুর আলীর মেয়ে। ১৯ অক্টোবর শনিবার বেলা সাড়ে ১২টায় এ ঘটনাটি ঘটে।
  • কুলাউড়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১২টায় পরিবারের লোকজনের অজান্তে বদরুন নেছা ওড়না দিয়ে ঘরের চালার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
  • শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী জানান, কী কারণে মেয়েটি আত্মহত্যা করেছে তার সঠিক কারণ জানা যায়নি। বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে অবহিত করলে এসআই আবুর বাশারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
  • কুলাউড়া থানার এসআই আবুল বাশার জানান, লাশের সুরতহাল তৈরি শেষে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। থানায় এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।
শেয়ার করুন