-
-
মো: মোস্তাফিজুর রহমান,কমলগঞ্জ (মৌলভীবাজার)ঃ
‘একের বুঝা দশের লাঠি’ এই মন্ত্রে উজ্জীবিত হয়ে ২ কিলোমিটার রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করলেন কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামে গ্রামবাসী। শতাধিক গ্রামবাসী একত্রিত হয়ে ১৮ অক্টোবর ফজরের নামাজ পড়ে গ্রাম পঞ্চায়েতের সর্দার আপ্তাব মিয়া ও সানোয়ার আহমদ, আব্দুল মুকিত,কাউছার আহমদ, সাজু মিয়া,আব্দুল জলিল,আছাব মিয়া,হাদিস মিয়া,সুলতান মিয়া,লেবু মিয়া, আব্দুল মালিকসহ এলাকার শতাধিক লোক কোদাল ও টুকড়ি নিয়ে চৈত্রঘাট আমেরতল নামক স্থান থেকে দক্ষিণ বড়চেগ গ্রাম হয়ে দেওরাছড়া চাবাগান পর্যন্ত রাস্তাটি সংস্কার করেন। এতে করে দীর্ঘদিনের ভোগান্তি হতে কিছুটা মুক্তি পাবেন গ্রামবাসী।
আল ফালাহ ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি হারুন রশিদ বলেন, গ্রামের রাস্তাটিরপাশ দিয়ে চোট নালা প্রবাহিত। বর্ষার সময় রাস্তাটি ভেঙ্গে নালায় চলে যাওয়ার পর দীর্ঘ কয়েক বছর যাবত কোন সংস্কার করা হয়নি। স্থানীয় জনপ্রতিনিধিরাও রাস্তার ব্যাপারে উদাসীন ছিলেন। কোন সংস্কার করা হয়নি। তাই যুব সমাজ এলাকাবাসীকে নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তাটি সংস্কার করা হয়েছে।
কমলগঞ্জের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার
শেয়ার করুন