রেজাউল ইসলাম, টরন্টোঃ
আমি খুব সহজ হিসাবে বিশ্বাসী যদিও আমি অংকে খুব কাচা ছিলাম। পাটিগণিত তেমন বুঝতাম না তবে কিভাবে যেন বানরের তৈলাক্ত বাশে উঠা নামার অংকটা মিলিয়েছিলাম। মনে আছে বানরের উঠার গতি নেমে যাওয়ার গতির চেয়ে বেশি ছিল, এই জন্য বানর শেষ পর্যন্ত বাশের শীর্ষে উঠতে পেরেছিল।
এই কানাডাতেও ফেডারেল ইলেকশন নিয়ে বানরের তৈলাক্ত বাশে উঠা- নামার খেলা আরম্ভ হয়েছে। জনমত জরিপে একবার লিবারেল উপরে উঠে, একবার কনজারভেটিব উপরে উঠে। বিগত দু মাস যাবত বানরের এই তৈলাক্ত বাশের খেলা দেখে আসছি।
আসল কথায় আসি, কানাডাতে মোট সংসদীয় আসন যাকে এখানে রাইডিং বলে আছে মোট ৩৩৮ টি। যে দল নির্বাচনে ১৭০ টি রাইডিংয়ে জয়ী হবে সেই দল সরকার গঠন করতে পারবে। সবচেয়ে বেশি রাইডিং আছে অন্টারিও প্রভিন্সে। এখানে মোট রাইডিং ১২১ টি। দ্বিতীয় অবস্থানে আছে কুইবেক যেখানে মোট রাইডিং ৭৮ টি। এর পর ব্রিটিশ কলম্বিয়ায় আছে ৪২ টি, আলবার্টায় আছে ৩৪ টি। বাকিগুলি স্বল্প সংখ্যক রাইডিং নিয়ে আছে দেখে আর উল্লেখ করলাম না।
জরিপে দেখা গেছে, অন্টারিও প্রভিন্সে লিবারেল পার্টি বিপুলভাবে এগিয়ে আছে আর কুইবেকেও লিবারেলের অবস্থা বেশ ভাল। অন্টারিওতে যদি মিনিমাম হিসাবেও ধরে নেই তবে লিবারেল পার্টি ১২১টি রাইডিংয়ের মধ্যে ৭০টির মত জয়ী হবার সম্ভাবনা আছে, আর কুইবেকে মিনিমাম হিসাবে ধরে নিলেও লিবারেল পার্টি ৭৮টি রাইডিংয়ের মধ্যে ৪০টিতে জয়ী হবার সম্ভাবনা আছে। তাহলে দেখা যাচ্ছে এই দুটি মাত্র প্রভিন্সেই লিবারেল মিনিমাম হিসাবে ধরলেও ১১০ টি রাইডিংয়ে জয়ী হচ্ছে। সরকার গঠনের জন্য ৬০ টি রাইডিং কম থাকে। এই পর্যন্ত (১২১+৭৮)= ১৯৯ টি রাইডিংয়ের হিসাব দিলাম। বাকী থাকে (৩৩৮-১৯৯)= ১৩৯ টি রাইডিং। এই ১৩৯ টি রাইডিংয়ের মধ্যে মধ্যে ৬০ টি কি লিবারেল পাবে না? আর যদি নাও পায় তাহলে মি: সিং তো আছেই বানরের তৈলাক্ত বাশের অংক মিলিয়ে দেওয়ার জন্য। একচুয়েলি, শেষ বিচারে “সিং ইজ কিং”