মৌলভীবাজার জেলা সড়ক পরিবহনের ত্রিবার্ষিক নির্বাচনে প্রার্থী ২৬ জন

মৌলভীবাজার জেলা সড়ক পরিবহনের ত্রিবার্ষিক নির্বাচনে প্রার্থী ২৬ জন

মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৬ অক্টোবর। নির্বাচনে দশটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বতিা করছেন ২৬ প্রার্থী।

প্রায় ৬হাজার পরিবহন শ্রমিক ভোট প্রদান করে তাদের নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। কার্যকরি কমিটির ১৯ পদের মধ্যে ১০টি পদে ভোট গ্রহণ হবে। ইতিমধ্যে ৯টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বতিায় নির্বাচিত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন বৃহৎ এই শ্রমিক সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার সঞ্জিত কুমার দেব।

তিনি জানান, গত ২০ আগস্ট মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং- চট্র ১২২৩ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে নতুন নেতৃত্ব তৈরীর লক্ষ্যে নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় আগামী ২৬ অক্টোবর শনিবার নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। একই সাথে ভোটার তালিকা হলনাগাদ, তফসিল ঘোষণা, মনোনয়ন দাখিল যাচাই-বাচাইসহ আচরণবিধি প্রণয়ন করা হয়।
নির্বাচনে কার্যকরি কমিটির ১৯টি পদের মধ্যে ৯টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি ১০টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আব্দুল গণি (ছাতা), মো. আনোয়ার হোসেন (চেয়ার), মো. ফজলুল আহমদ (আনারস)। কার্যকরি সভাপতি পদে মো. আক্তার হোসেন লেবু (উড়োজাহাজ), মো. ফয়ছল আহমদ রুনু (বাইসাইকেল), মো. শাওন মিয়া (মাইক্রোবাস)। সহ-সভাপতি পদে লড়ছেন মো. আইয়ুব আলী (গরুর গাড়ি), মো. আজাদ মিয়া (হাত পাখা), মো. ফারুক মিয়া (রিক্স), মো. শামিম আহমদ (তালগাছ), মো. সাহেদ আহমদ (ঘোড়া)। সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল আহাদ (দোয়াত কলম), মো. ইসরাইল মিয়া (টেলিভিশন), মো. শামিম আহমদ (মোটর সাইকেল), মো. ছালেহ আহমদ (মই)। সহ-সাধারণ সম্পাদক মো. শামিম আহমদ (হরিণ), মো. শাহিন আহমদ (ট্রাক), মো. সমছুল ইসলাম (বই)। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন আব্দুল জলিল বাচ্চু (বাঘ), মো. জাকির হোসেন (হাতি), মো. জুয়েল মিয়া (তারা), মো. জাহিদ হাসান (ডাব)। প্রচার সম্পাদক পদে মো. জামাল মিয়া (চশমা) ও মো. দুরুদ মিয়া (আম)। লাইন সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছেন মো. আব্দুল আহাদ (উট পাখি) ও মো. আব্দুল সত্তার (বন্দুক)।

এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন কোষাধ্যক্ষ পদে নিপু ধর, দপ্তর সম্পাদক পদে মো. সোহেল মিয়া, সমাজকল্যাণ সম্পাদক পদে মো. সাদিক মিয়া, ক্রীড়া সম্পাদক পদে মো. আব্দুস সাত্তার, সদস্য পদে মো. সফিক উদ্দিন, মো. কামরুল আহমদ, মো. আব্দুল জব্বার বাবুল, মো. জুবেদ মিয়া ও মো. জামাল মিয়া।

জেলায় মোট ৪টি কেন্দ্রে ভোট গ্রহণ সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। সদর উপজেলার টাউন কামিল মাদ্রাসা কেন্দ্রের মোট ভোটার ২হাজার ৩শত জন। শ্রীমঙ্গল উপজেলা মিলনায়তন কেন্দ্রের মোট ভোটার ১হাজার ৫শত ৫০জন। কুলাউড়া মোস্তফা সেন্টারের ভোটার ১হাজার ২শত জন। বড়লেখার ইউনিয়ন পরিষদ কেন্দ্রর ভোটার সংখ্যা ৫শত ৫০জন।

শেয়ার করুন