মোঃ ইবাদুর রহমান জাকির, বড়লেখা থেকেঃ
শিক্ষা, মানবতা, ক্রিড়া, একতা এ শ্লোগান সামনে রেখে মৌলভীবাজার বড়লেখার “বড়লেখা মানবসেবা সংস্থা’র” অফিস শুভ উদ্ভোধন উপলক্ষে ২৩ অক্টোবর (বুধবার) বিকেল ৫ ঘটিকার সময় বড়লেখা মানবসেবা সংস্থার সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শুভ’র পরিচালনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়লেখা পৌর কাউন্সিলর ও প্যানাল মেয়র আব্দুর মালিক ঝুনু, সমাজ সেবক ও কুয়েত প্রবাসী কমিউনিটি নেতা দেলওয়ার হোসেন, মানবসেবা সংস্থার স্থায়ী কমিটির সদস্য আমিনুল বাবলু, জামিল আহমদ, বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের সভাপতি নুরুল ইসলাম বাবলু, সাংবাদিক ও সমাজকর্মী ইবাদুর রহমান জাকির, বড়লেখা পাবলিকেশন সোসাইটির স্থায়ী কমিটির প্রধান সমন্বয়ক খায়রুল ইসলাম, পাবলিকেশন সোসাইটির কার্যকরি কমিটির সাধারণ সম্পাদক রুবেল আহমদ, বড়লেখা একতা রক্তদান সংস্থার সভাপতি মাছুম আহমদ, নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা কমিটির সদস্য আবির আহমদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বড়লেখা মানবসেবা সংস্থার সহ সভাপতি শিহাব উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মেহেদী আল মাছুম, সাংগঠনিক সম্পাদক জবরুল ইসলাম, পারভেজ মুন্সী, আশরাফুল ইসলাম, পিয়াল চক্রবর্তী, নাবিল আহমদসহ বিভিন্ন সমাজসেবী সংগঠন ও পেশাজীবী মহলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং মানবসেবা সংস্থার কার্যকরি কমিটির সভাপতি হাসান মাহমুদের সমাপনী ব্যক্তব্য ও দোয়া মাহফিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বড়লেখা রেল ষ্টেশন জামে মসজিদের সানী ইমাম কামরুল ইসলাম।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ লাল ফিতা ও কেক কাটার মাধ্যমে বড়লেখা মানবসেবা সংস্থার কেন্দ্রীয় অফিসের শুভ উদ্ভোধন করেন।