জামালপুর -৩ সংসদীয় আসনের মেলান্দহে র‍্যাবের অভিযানে অনলাইন ক্যাসিনোর ৫ ব্যবসায়ী গ্রেফতার

নিপুন জাকারিয়া, জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর -৩ সংসদীয় আসনের মেলান্দহে র‍্যাবের অভিযানে অনলাইন ক্যাসিনোর ৫ (ব্যবসায়ী) জুয়াড়ি গ্রেফতার করেছে র‍্যাব ১৪।

২৩ অক্টোবর বুধবার বিকেলে জামালপুরের মেলান্দহে উপজেলা সদরের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানা যায়।

র‍্যাব-১৪ জামালপুর কোম্পানির কমান্ডার মো. তোফায়েল আহমেদ মিয়া জানান, মেলান্দহে অনলাইন ক্যাসিনো চালানো হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে মেলান্দহ বাজার এলাকায় একটি বিকাশের দোকান ও জিন্নাহ মার্কেটের ছাদে অভিযান চালায় র‍্যাব সদস্যরা।

মেলান্দহ বাজার এলাকায় বিকাশের দোকান থেকে ৩ জন ও জিন্নাহ মার্কেটের ছাদে অবস্থিত আড্ডা কফি হাউজ থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।

ক্যাসিনোর কান্ডে গ্রেফতারকৃতরা হলেন রোমান, সোহান, মশিউর, মাহমুদুল হাসান মাসুম ও ফরহাদ। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় নগদ ৩ লাখ ৮০ হাজার ৫৭ টাকা, ১৩টি মোবাইল ফোন ও কম্পিউটার।

আটককৃতরা দোকান পরিচালনার করার অন্তরালে অনলাইনে ক্যাসিনো চালাতো বলে জানিয়েছেন র‍্যাবের কোম্পানি কমান্ডার। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের পর এর সাথে ওই এলাকার প্রভাবশালী কেউ জড়িত আছে কিনা তা জানা যাবে বলে জানিয়েছে র‍্যাব।

শেয়ার করুন