ভোলা ইস্যুতে গোলাপগঞ্জে তালামীযের বিক্ষোভ মিছিল-সভা

মাহফুজ নোমান, গোলাপগঞ্জ, সিলেটঃ

ভোলায় বোরহান উদ্দিন থানায় আল্লাহ তা’আলা ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তিকারী হিন্দু যুবক বিপ্লব চন্দ্র শুভ’র ফাঁসির দাবীতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নবীপ্রেমিক মুসলিম জনতার ওপর পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদে সিলেটের গোলাপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সভা করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া।
মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ২টায় উপজেলার ঢাকাদক্ষিণ সাব রেজিস্টারী অফিস সংলগ্ন মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকাদক্ষিণ চৌমুহনীতে গিয়ে এক সমাবেশে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণের সভাপতি ফজল আহমদ রেজওয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  মুহাম্মদ জায়দুর রহমানেরর পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলার সহ সভাপতি আব্দুল বাসিত আল হাসান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলার সহ সাধারণ সম্পাদক রুহুল হুদা চৌধুরী রাহেল, অর্থ সম্পাদক লাবিবুর রহমান লাভলু, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফয়জুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণের সাবেক সভাপতি রিহাদ আহমদ, মুহাম্মদ হামিদুজ্জামান, মুহাম্মদ ফখরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক আরিফ হোসাইন সামাদ, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেটের সদস্য আব্দুল্লা আল মামুন, ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক সভাপতি মাওলানা জাকির হোসাইন, গোলাপগঞ্জ  উপজেলা উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ, অর্থ সম্পাদক শাহজাহান, উপজেলা দক্ষিণের সহ সভাপতি জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আবু তায়িব রুবেল, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক সায়েক আহমদ, সহ প্রচার সম্পাদক মুহিবুর রহমান মাছুম, অর্থ সম্পাদক ফয়েজ আহমদ, অফিস সম্পাদক মিজানুর রহমান, সহ অফিস সম্পাদক হাসান আল মাহমুদ, ফয়সাল আহমদ, সহ প্রশিক্ষন সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদুল ইসলাম রাসেল, রুহেল আহমদ, রুহুল অামিন নাহিদ, শাহিন অাহমদ, ইমরান আহমদ জাকারিয়া আহমদ, মনোয়ার হুসেন, আরিফ আহমদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ তালামীযের আওতাধীন ঢাকাদক্ষিণ ইউনিয়ন, ভাদেশ্বর ইউনিয়ন, বুধবারী বাজার ইউনিয়ন, বাদেপাশা ইউনিয়ন, শরিফগঞ্জ ইউনিয়ন সমুহের তালামীযের দায়িত্বশীলসহ সকল শ্রেণি পেশার মুসলিম জনতা।
তাছাড়া একই ইস্যুতে গত ২১ অক্টোবর (সোমবার) গোলাপগঞ্জে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল এবং ভাদেশ্বরে ‘আমরা ভাদেশ্বরবাসী’র ব্যানারে তাওহিদী জনতার উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
শেয়ার করুন