ফেঞ্চুগঞ্জে তালামীযের মত বিনিময় সভা অনুষ্ঠিত

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েলঃ

আগামী ৫ ই নভেম্বর বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলা সম্মেলনে আল ইসলাহ কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আল্লামা হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী র আগমন উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ, ফেঞ্চুগঞ্জ উপজেলা ও ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ তালামীযের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয়।
১৯ অক্টোবর (শনিবার) বিকেল ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি হাফিজ হোসাইন আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম কুদ্দুস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আল ইসলাহ সহ-সাধারণ সম্পাদক ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা হারুনুর রশীদ,  ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ বদরুদ্দোজা, সাধারণ সম্পাদক কাজী মাওলানা  আব্দুল জলিল, প্রচার সম্পাদক এম জি জাকারিয়া চৌধুরী,  সিলেট জেলা (পূর্ব) সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ আব্দুল মালিক, নির্বাহী সদস্য মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সভাপতি এহসানুল করিম রাহী, ফেঞ্চুগঞ্জ উপজেলা সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মুজাহিদ, আব্দুস সামাদ, সহ-সম্পাদক হাফিজ রেজাউল করিম, অর্থ সম্পাদক দেওয়ান মাহমুদ রিমন, অফিস সম্পাদক জামিল আহমেদ, সহ-অফিস সম্পাদক আব্দুল মোতালিব, সদস্য ইসমাইল হোসেন, কামরুজ্জামান মাসিদ, হাফিজ নাঈম, আশরাফুল ইসলাম মিতাজ, প্রমুখ।
সভায় আগামী ৫ নভেম্বর সম্মেলন সফলের লক্ষে দিকনির্দেশনা সহ সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে আলোচনা হয়।
শেয়ার করুন