কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেট জেলাধীন কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি আওয়ামীলীগের দ্বি-বার্ষিক সম্মেলন গত বৃহস্পতিবার বিকেল ৩টায় লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি কমপ্লেক্সে প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে কাউন্সিলারদের ভোটে বর্তমানে একটি ইয়াবা মামলার আসামী হয়ে কারাবন্দী তোতা মিয়া সভাপতি ও ইউপি সদস্য আলিম উদ্দিন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
বিজয়ী প্রার্থীর সমর্থকরা কাউন্সিলের ফলাফল ঘোষনা করার পর স্থানীয় সুরইঘাট বাজারে আনন্দ মিছিল করেন। তবে সম্মেলনে ভোট গ্রহন পূর্ব ও পরবর্তীতে ইয়াবা মামলা সহ কয়েকটি মাদক ও চোরাচালান মামলার আসামী দাবী করে জেল হাজতে থাকা তোতা মিয়া সভাপতি পদে প্রার্থী হওয়ায় এ পদে প্রতিদন্ধিতাকারী ইউপি আ’লীগের বিলুপ্ত কমিটির আহবায়ক ফখর উদ্দিন সহ অপর দুই প্রার্থী সাবেক ইউপি সদস্য আব্দুল খালিক ও বোরহান উদ্দিন মোহরী আপত্তি তোলে কাউন্সিলে বক্তব্য রাখেন। ভোট গ্রহন পরবর্তী ফলাফল বর্জন করে সম্মেলন স্থল থেকে বেরিয়ে যান তারা। সভাপতি পদে প্রতিদন্ধিতাকারী আব্দুল খালিকসহ অপর দুই প্রার্থী জানান তারা সম্মেলন আয়োজন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতা সিলেট জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলালের কাছে বিভিন্ন মামলার আসামী তোতা মিয়া জেল হাজতে থেকে সভাপতি প্রার্থী কি করে হল এবং অধিকাংশ কাউন্সিলারদের ভোট তার পরিবারের সদস্যরা কালো টাকার মাধ্যমে কিনেছে এমন সুনির্দিষ্ট অভিযোগ আনার পরও তোতা মিয়ার প্রার্থীতা বাতিল না হওয়ায় তারা ক্ষুব্দ প্রতিক্রিয়া জানান।
সম্মেলনে ইউপি আ’লীগের আহবায়ক ফখর উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক আলিম উদ্দিন মেম্বারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আ’লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কানাইঘাট উপজেলা আ’লীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, স্বাস্থ্য ও পরিসংখ্যান বিষয়ক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিপলু, উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ, জেলা আ’লীগের সদস্য কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা আ’লীগের আহবায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, পৌর আ’লীগের আহবায়ক উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক, যুগ্ম আহŸায়ক যথাক্রমে এডভোকেট আব্দুস সাত্তার, সাবেক চেয়ারম্যান ফারুক চৌধুরী, এডভোকেট মামুন রশিদ, রিংকু চক্রবর্তী, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান আ’লীগ নেতা জেমসলিও ফারগুশন নানকা সহ জেলা উপজেলা ও ইউপি আ’লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।