সংবাদ প্রকাশিত হওয়ার পর শিশু সায়েমের বিনা খরচে অপারেশন সম্পন্ন

কানাইঘাট (সিলেট) প্রতিনিধিঃ

অর্থের অভাবে গলায় অপারেশন হচ্ছে না হত দরিদ্র পরিবরের কানাইঘাটের শিশু সায়েম আহমদের সংবাদ গণমাধ্যম দৈনিক জালালাবাদ পত্রিকায় প্রকাশিত হওয়ার পর সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা পেলেন শিশু সায়েম। গলায় অপারেশন হওয়ার পর শিশু সায়েম এখন অনেকটা সুস্থ্য অবস্থায় রয়েছে।

সম্প্রতি কানাইঘাটের শিবনগর গ্রামের দরিদ্র আবুল হোসেনের ৫ বছরের শিশু ছেলে সায়েম আহমদ গলায় টনসিল জনিত কারনে চরম অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয় সাংবাদিকরা সায়েমের চিকিৎসার জন্য সহযোগিতার হাত প্রসারিত করার জন্য সংবাদ দিলে তা গণমাধ্যমে প্রকাশিত হয়। উক্ত সংবাদ সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের সহ-অধ্যাপক ডাঃ মোঃ আজাদুর রহমানের দৃষ্টি গোচর হলে তিনি শিশু সায়েমের চিকিৎসার জন্য এগিয়ে আসেন। ডাঃ আজাদুর রহমান সম্পূর্ণ নিজ খরছে সিলেট শহরের মডার্ন জেনারেল হসপিটালে শিশু সায়েমের গলায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে গত মঙ্গলবার অপারেশন সম্পন্ন করেন। বর্তমানে শিশু সায়েম তার নিজ বাড়ীতে ডাঃ আজাদুর রহমানের তত্ববধানে রয়েছে। তিনি সায়েমের অপারেশন সহ চিকিৎসার যাবতীয় খরচ বহন করে যাচ্ছেন।

সংবাদ প্রকাশ হওয়ার সায়েমের চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ডাঃ নুরল হুদা নাঈম, কানাডা থেকে প্রকাশিত সেখানকার বাংলাদেশীদের মুখপত্র অনলাইন পোর্টাল জালালাবাদ বার্তার সম্পাদক রুহুল কুদ্দুছ চৌধুরী তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে আগ্রহ প্রকাশ করেন।

এদিকে শিশু সায়েমের অসুস্থ্য দরিদ্র পিতা আবুল হোসেন ও তার পরিবারের সদস্য এবং স্বজনরা ডাঃ আজাদুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন। তার পরিবারে সদস্যরা কানাইঘাট প্রেসক্লাবের সদস্য দৈনিক জালালাবাদ পত্রিকার প্রতিনিধি শাহীন আহমদ প্রথমে শিশু সায়েমের চিকিৎসার সংবাদ গণমাধ্যমে প্রকাশে এগিয়ে আসায় তারও প্রতি কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন