মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট শহর থেকেঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টাকালে ৫ শিক্ষার্থীকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। শনিবার শাবির ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ছিল। সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিটে এবং বেলা আড়াইটায় ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়। উভয় ইউনিটের জন্য কেন্দ্র ছিল ৪৩টি।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কঠোর তল্লাশির মধ্য দিয়ে পরীক্ষা হলে ঢুকানো হয়। কিন্তু এর মধ্যেও চারটি কেন্দ্রে ৫ শিক্ষার্থী ক্যালকুলেটরের মধ্যে সিম ঢুকানো ডিজিটাল ডিভাইস নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করেন। পরে পরীক্ষকদের কাছে তারা ধরা পড়েন। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো: জেদান আল-মুছা জানান, মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজ থেকে ১জন, সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ থেকে ১জন, সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ১জন এবং মদিনা মার্কেটস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে ২জন পরীক্ষার্থীকে জালিয়াতির ডিজিটাল ডিভাইসসহ আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়।
জালিয়াতিতে আটককৃতদের সঠিক নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে তারা সবাই বগুড়া থেকে সিলেটে আসেন বলে জানিয়েছেন শাবির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মোছাদ্দেক আহমেদ চৌধুরী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমেদ জানান, আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।