মৌলভীবাজারের হাজীপুরে মাটির দেয়াল চাপায় মহিলার মর্মান্তিক মৃত্যু

বিশেষ প্রতিনিধিঃ

জেলার কুলাউড়া থানার হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামে টিউবওয়েলের জন্য তৈরী করা ঘরের মাটির দেয়াল চাপায় ৩ সন্তানের জননী নেওয়ারুন বেগমের (৩৫) মর্মান্তিক মৃত্যু হয়।

জানা যায়, বিলেরপার গ্রামের বয়তুল্লাহ মিয়ার স্ত্রী নেওয়ারুন বেগম ২৬ অক্টোবর (শনিবার) বিকাল আনুমানিক ৩ টার সময় পানি আনতে ঘরের বাইরের টিউবওয়েলে যান। এসময় টিউবওয়েল ঘরের মাটির দেওয়াল ধ্বসে উনাকে চাপা দেয়।

পরিবারের লোকজন প্রথমে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক নেওয়ারুন কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। রবিবার (২৭ অক্টোবর) ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নেওয়ারুন বেগমের মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
নিহতের ১ মেয়ে ও ২ ছেলে রয়েছে।

শেয়ার করুন