নাসিরনগরে শারীরিক পরিশ্রম, স্বাস্থ্য মানসম্মত খাবার ও সঠিক জীবন যাপন” শীর্ষক কর্মশালা

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর সংবাদদাতাঃ

?

ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে “শারীরিক পরিশ্রম, স্বাস্থ্য মানসম্মত খাবার ও সঠিক জীবন যাপন” শীর্ষক দিনব্যাপী কর্মশালা উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়ের সভাপতিত্বে মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ডাঃ মশিউর রহমান মল্লিক, ডাঃ শোয়েব মোহাম্মদ শাহরিয়ার ও ডাঃ জীবন চন্দ্র দাস।

কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ বক্তব্য রাখেন। কর্মশালায় উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৫০জন প্রধান শিক্ষক অংশগ্রহন করেন।

শেয়ার করুন