জামালপুর বাশঁচড়ায় বটতলা উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন

নিপুন জাকারিয়াঃ

জামালপুর সদর উপজেলার বাশঁচড়া ইউনিয়নের বটতলা উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন উপলক্ষে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে এ উপলক্ষ্যে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বটতলা উচ্চ বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি বিদ্যলয়ের নব নির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন।

শেয়ার করুন