নিপুন জাকারিয়াঃ
জামালপুর সদর উপজেলার বাশঁচড়া ইউনিয়নের বটতলা উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন উপলক্ষে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে এ উপলক্ষ্যে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বটতলা উচ্চ বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি বিদ্যলয়ের নব নির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন।