কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাট প্রেসক্লাবের সদস্য দৈনিক জালালাবাদ ও ভোরের পাতা পত্রিকার কানাইঘাট প্রতিনিধি সাংবাদিক শাহিন আহমদের চাচা, শিক্ষানুরাগী মাওলানা আব্দুল হান্নান চৌধুরী আর নেই। গত ২৮ অক্টোবর, সোমবার রাত ১২ টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি……..রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। গতকাল মঙ্গলবার বাদ জোহর মাওলানা আব্দুল হান্নানের জানাজার নামাজ নিজ গ্রাম কানাইঘাট দিঘীরপার পূর্ব ইউপির দর্পনগর পশ্চিম বাল্লাগ্রাম জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের হাজারো মানুষ শরীক হন। পরে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মাওলানা আব্দুল হান্নান চৌধুরী মৃত্যুর আগ মূহুর্ত পর্যন্ত দর্পনগর পশ্চিম ইবতেদ্বায়ী মাদ্রাসার প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন। এদিকে শিক্ষানুরাগী মাওলানা আব্দুল হান্নান চৌধুরীর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জালালাবাদবার্তা.কম এর সম্পাদক রুহুল কুদ্দুছ চৌধুরী।