স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজ দীর্ঘদিন পর প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হওয়ায় অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি করেছেন গভর্ণিংবডি, শিক্ষক, শিক্ষার্থী,অভিভাববৃন্দসহ স্কুল কতৃপক্ষ। আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন
এম এ রহিম সি আই পি।
বৃহস্পতিবার ৩১ অক্টোবর সকালে মৌলভীবাজার প্রেসক্লাব থেকে একটি আনন্দ র্যালি করে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবর জেলা প্রশাসকের মাধ্যে একটি অভিনন্দন বার্তা প্রদান করা হয়।
এসময় আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজ’ এর প্রতিষ্ঠাতা সাবেক ব্রিটিশ কাউন্সিলার, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ রহিম সি আই পি , ছোটভাই মুজিবুর রহমান মুজিব কলেজে অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক, প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুবসহ শিক্ষক,ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এমপিও ভুক্তির খবরে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আনন্দের বন্যা বইছে।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিওভুক্তির এই ঘোষণা দেন। ২০১০ সালের ১ জুলাই মৌলভীবাজার সদর উপজেলার ১০নং নাজিরাবাদ ইউপির ইউসুফনগর (রাতগাঁও) গ্রামে ই ‘আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান কলেজ’টি প্রতিষ্ঠিত হয়। কলেজের শুভ উদ্বোধন করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। নিজের পিতার নামে কলেজটি প্রতিষ্ঠা করেন দুই ভাই বিশিষ্ট শিল্পপতি এমএ রহিম (সিআইপি) ও মুজিবুর রহমান মুজিব।
প্রায় ২ একর জায়গার ওপর নির্মিত এই কলেজে রয়েছে তিনটি সুসজ্জিত ভবন। শিক্ষার্থীরা জ্ঞান চর্চা করার জন্য আছে একটি পাঠাগার। ডিজিটাল শিক্ষায় যুগোপযোগী করার জন্য একটি কম্পিউটার ল্যাব। শুধু তাই নয়, শিক্ষার্থীদেরকে কলেজে আনা-নেওয়ার জন্য সার্বক্ষণিক ২টি বাসও রয়েছে। কলেজের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে ইউনিফর্ম পর্যন্ত সরবরাহ করা হয়।
এমপিওভুক্ত করায় আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন
শেয়ার করুন