আকতার হোসেন ভুইয়া, নাসিরনগরঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে বিয়ে করার দায়ে মোঃ মনির মিয়া (২৩) নামে এক বরকে ১ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
৩১ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার নাসিরপুর কোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজগর আলী বাল্য বিয়ের খবর পেয়ে কনের বাড়ীতে উপস্থিত হয়ে এই সাজা প্রদান করেন। নাসিরপুর কোনাপাড়া গ্রামের আফতাব উদ্দিনের ছেলে মোঃ মনির মিয়ার সাথে একই গ্রামের মাহফুজ মিয়ার সপ্তম শ্রেণির স্কুল পড়ুয়া কন্যার সাথে বিয়ের আয়োজন চলছিল। কন্যার হাতে মেহেদি-গহনা, পড়নে লাল বেনারশী শাড়িসহ যখন বিয়ে প্রস্তুতি চলছে ঠিক এই সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী এবং সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তারসহ একদল পুলিশ নিয়ে বিয়ে বাড়ীতে উপস্থিত হন। কনের অভিভাবকরা ইউএনও ও পুলিশের উপস্থিতি টের পেয়ে বিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এসময় বরকে বিয়ে বাড়ি থেকে আটক করে পুলিশ।
কনের বয়স ১৮ বছরের নীচে অর্থাৎ নাবালক হওয়ায় বাল্য বিয়ে করার দায়ে বর মোঃ মনির মিয়াকে বাল্য বিয়ে নিরোধ আইন-২০১৭ এর ৭(১) ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বরকে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।