জামালপুরে ৪২ হাজার টাকার জাল নোটসহ ২ জন গ্রেফতার

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীমঃ
জামালপুরে সদর উপজেলায় ৪২ হাজার টাকার জাল টাকাসহ মো. আশরাফ মন্ডল(৫০) ও মো. রুবেল শেখ(৩৫) নামের জালনোট চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-১৪। আশরাফের গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলার তুলশীপুর গ্রামের উত্তরপাড়া। তার পিতার নাম (মৃত) মুসলিম উদ্দিন। রুবেল সেঙ্গুয়া নামক গ্রামের বাসিন্দা। তার পিতার নাম (মৃত) জামাল উদ্দিন।
৩১ অক্টোবর (বৃহস্পতিবার) ভোর ৪টায় সদর উপজেলার মেঘালক্ষ্মীপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধারকৃত ৪২ হাজার টাকার সবই ছিল এক হাজার টাকার জাল নোট।
সূত্রে জানা গেছে, দীর্ঘ অনেক দিন ধরে একটি চক্র  জামালপুর সদরের বিভিন্ন স্থানে জাল টাকার নোট দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছিল। ভুক্তভোগীদের অনেকের অভিযোগের ভিত্তিতে র‌্যাব জামালপুর ক্যাম্পের একটি চৌকস দল জালনোট চক্রের  সদস্যদের আটক করে।
এ অভিযানে নেতৃত্ব দেন কম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ। তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে জামালপুর সদর থানায় ১টি মামলা দায়ের করেছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
র‌্যাবের জামালপুর ক্যাম্পের কম্পানি কমান্ডার মো. তোফায়েল আহমেদ মিয়া এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
শেয়ার করুন