নাসিরনগরে জাতীয় যুব দিবস পালিত

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর সংবাদদাতাঃ

জাতীয় যুব দিবস উপলক্ষে ১ নভেম্বর (শুক্রবার) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে “দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা সদরের এক বর্ণাঢ্য যুব র‌্যালী বের করা হয়। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাহমিনা আক্তারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ক্রেডিট সুপারভাইজার ইব্রাহিম ভুইয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার ও প্রধান শিক্ষক আবদুর রহিম। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাতুব্বর রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন সাংবাদিক সুজিত চক্রবর্তী, প্রশিক্ষিত যুবক মনির হোসেন, যুবতী মিশু আক্তার ও হাফছা আক্তার জলি প্রমূখ।

অনুষ্ঠানে প্রশিক্ষিত ১৯ জন যুবক-যুব নারীদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

শেয়ার করুন