কুলাউড়ায় ৫শত পিছ ইয়াবাসহ জসিম উদ্দিন নামে এক ইয়াবা ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ যোগদানের পর থেকে মৌলভীবাজার জেলাকে মাদকের জিরো টলারেন্স ঘোষনার অংশ হিসেবে কুলাউড়া উপজেলায় ৫শত পিছ ইয়াবাসহ জসিম উদ্দিন (২০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ৯ টার দিকে পাইকপাড়া বাজারের মনু-তিলকপুর সড়ক থেকে তাকে আটক করা হয়। জসিম কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপাড় গ্রামের আব্দুল মান্নান অরপে মতাই মিয়ার ছেলে।
কুলাউড়া থানার এএসআই আবু আহমেদ সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার একদল পুলিশ অভিযান পরিচালনা করে জসিমকে ৫০০ পিছ ইয়াবাসহ আটক করা হয়।

তার বিরুদ্ধে মাদক আইনের একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন